রাজা গৌড় গোবিন্দ।।গৌর গোবিন্দ।।Gour Gobinda।।

0
710

গৌড় গোবিন্দ ১৩০০ শতকের শ্রীহট্ট অঞ্চলের খণ্ড রাজ্য গৌড়ের শাসক। তার নাম গোবিন্দ; এর সাথে রাজ্যের নাম গৌর সংযুক্ত হয়ে তিনি ‘গৌর গোবিন্দ’ নামে অভিহিত হন। রাজা গৌর গোবিন্দ ছিলেন ধার্মিক হিন্দু। ধর্ম পালনে ছিলেন কঠোর । শ্রীহট্টের ইতিহাসে তিনি খ্যাত। শাহ জালাল সিলেট অভিযানে মুসলমান সৈন্যবাহিনীর গৌর জয় হলে রাজা গৌড় ছেড়ে যান এবং সিলেট মুসলমানদের শাসনাধীন হয়।

ঐতিহাসিক বর্ণনা অনুসারে তুর্কিদের বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে মুসলমান জনবসতি গড়ে ওঠে ছিল । সিলেটের টুলটিকর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তত্কালে মুসলমানরা বসতি গড়েছিলেন। এ সময় শ্রীহট্টের গৌড় রাজ্যে গৌড়-গোবিন্দ রাজা ছিলেন। গৌড় রাজ্যের অধিবাসী বুরহান উদ্দীন নামক জনৈক মুসলমান নিজ ছেলের জন্মে উপলক্ষে গোহত্যা করে। এতে গৌড়ের হিন্দু রাজা গৌড় গোবিন্দ রেগে যান। কারণ হিন্দু ধর্মে গোহত্যা পাপ। এর শাস্তি হিসেবে রাজা বুরহান উদ্দীনের শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করেন ও বুরহান উদ্দীনের ডান হাত কেটে দেন।এই ঘটনার ভিত্তিতে হজরত শাহ জালাল (রহ) এর সিলেট আগমন এবং রাজা গোবিন্দের পতন ঘটে।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে