হাওরপিডিয়ার সম্পর্কে

হাওরপিডিয়া (HaorPedia) হাওর বেষ্টিত সাত জেলা – সিলেট, সুনামগঞ্জ,হবিগঞ্জ,মৌলভীবাজার, নেত্রকোনা,কিশোরগঞ্জ,ব্রাহ্মণ বাড়িয়া। এই সাতটি জেলার ইতিহাস,ঐতিহ্য,সাহিত্য, সংস্কৃতিকে তুলে ধরার মানসে গত ১৪ই ফেব্রুয়ারী ২০২১ ইং হতে হাওর ভিত্তিক মুক্তকোষ হাওরপিডিয়ার যাত্রা শুরু হয়।সাইটটিতে উপরোক্ত বিষয় ছাড়াও হাওরের ভাষা,কৃষ্টিকালচার, ধামাইল গান,লোক সঙ্গীত সহ হাওরের মানুষের প্রয়োজনীয় সকল কিছুই নিয়মিত তুলে ধরা হচ্ছে সাইটটিতে।সাইটটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাওরকবি জীবন কৃষ্ণ সরকার। হাওর এবং হাওরের মানুষের সাথে সংশ্লিষ্ট সকল কিছু তুলে ধরতে তিনি হাওরের সকল গণ মানুষের সহযোগিতা কামনা করেন ।

মোবাঃ০১৭৩৭৪৮১৫৪৩(সম্পাদক)

Mail:haorkobijibankrishna@gmail.com