প্রাণ সই,কারে কই শ্যাম বিহনে কেমনে গৃহে রই

0
126

প্রাণ সই, কারে কই,
শ্যাম বিহনে কেমনে গৃহে রই।।

বন্ধু আমার কৃষ্ণ চন্দ্র,যার প্রেমে হইয়াছি অন্ধ
দিবানিশি কৃষ্ণ গুণ কই।।

রাত্র নিশি ঘোমের ঘোরে, স্বপ্নে কালা কড়া নারে
ঘোর কাটিলে ভেবে আকুল হই।।

শুনহ ও বিনোদিনী,কেমনে কাটাই দিন রজনী
শ্যাম-বিরহের দুঃখ কোথায় তই।।

ভাইবে জীবন কৃষ্ণ বলে,কালারে চাই মোর আঁচলে
কালা ভিন্ন আমি কারো নই।।

৩০/০১/২০২২
৫৫,লাউয়াই,দক্ষিণ সুরমা, সিলেট।

গীতিকারঃ জীবন কৃষ্ণ সরকার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে