৭ই মার্চের ভাষণ সমাচার।।সাত মার্চ ভাষণ প্রশ্নোত্তর

0
151

⭕⭕ ৭ই মার্চের ভাষণ সমাচার ⭕⭕

➡ তারিখঃ ৭ই মার্চ ১৯৭১
➡ সময়ঃ বিকাল৩ঃ২০ মিনিট
➡স্থানঃ তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)
➡ভাষণের স্থায়িত্বঃ১৮/১৯ মিনিট
➡ব্যবহৃত শব্দ সংখ্যাঃ ১১০৮ টি
➡অনূদিত হয়েছেঃ ১৭টি ভাষায়(বাংলাসহ ১৮টি)
➡ একমাত্র নৃ-তাত্বিক ভাষায় অনূদিত নামঃকুড়মালি
➡ভাষণ রেকর্ডকারীঃ এ এইচ খন্দকার
➡স্থির ধারণকারীঃ পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের পরিচালক আবুল খায়ের এমএনএ(২০১৪সালে মরণওোর স্বাধীনতা পদক পান)

৭ই মার্চের ভাষণের স্বীকৃতিঃ

➡️ ৩০ শে অক্টোবর ২০১৭ ইউনেস্কো এর ৩৯ তম সভায়, মহাপরিচালক ইরিনা বোকোভার বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণসহ ৭৮ টি দলিল,নথি ও বক্তৃতাকে মেমোরি অফ দা ওয়ার্ল্ড রেজিস্টার এর অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন।
➡️ ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেতে প্রয়োজনীয় তথ্য ও দলিল সরবরাহ করেন -ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল ইসলাম।
➡️ এ স্বীকৃতি লাভের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ১২ পৃষ্ঠার একটি আবেদন করা হয়।

মেমোরি অফ দা ওয়ার্ল্ড রেজিস্টারঃ

➡️ UNESCO Memory of the world কর্মসূচি চালু করে ১৯৯২ সালে।
➡️ ১৪ সদস্যের আন্তর্জাতিক পরামর্শক কমিটি এসব প্রামাণ্য ঐতিহ্য বাছাই করে রেজিস্টারে অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করে।
➡️ ১৯৯৭ সালে থেকে প্রতি দুই বছর পর পর মেমোরি অফ দা ওয়ার্ল্ড’ প্রণয়ন করে আসছে।
➡️ ১৯৯৭ থেকে ২০১৭ পর্যন্ত ৪২৭টি দলিল Memory of the world register এ অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে ৭৭তম তালিকায় আছে ৭ মার্চের ভাষন।
➡ বিশ্বের সেরা ভাষনের সংকলন “We shall fight on the beaches- The speaches that inspired history” বইয়ের ২০১ পৃষ্ঠায় ৭ই মার্চের ভাষন স্থান করে নিয়েছে।
➡বইটির সংকলনকারী “জ্যাকব এফ ফিল্ড”।

➡️এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭ টি প্রামাণ্য ঐতিহ্যর মধ্যে প্রথম অলিখিত ভাষণ হল ৭ ই মার্চের ভাষণ।

৭ ই মার্চের ভাষণ বিষয়ক বিভিন্ন উক্তিঃ

✅ ৭ই মার্চের শেখ মুজিবুর রহমানের ভাষণ শুধুমাত্র ভাষণ নয়, এটি একটি অনন্য রণকৌশলের দলিল। ফিদেল কাস্ত্রো (কিউবা)

✅ ৭ ই মার্চের ভাষণ আসলে স্বাধীনতার মূল দলিল। -দক্ষিণ আফ্রিকা নোবেল পুরস্কারজয়ী বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা

৭ ই মার্চের ভাষণ সম্পর্কিত অ্যাপঃ

✅ ১৩ নভেম্বর ২০১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের উপর “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণঃ রাজনীতির মহাকাব্য” শিরোনামে একটি ই-বুক ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়।
✅ এই গ্রন্থে মুখবন্ধ লিখেন -প্রধানমন্ত্রী শেখ হাসিনা
✅ প্রচ্ছদ এঁকেছেন- চিত্রশিল্পী হাশেম খান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে