নিজের প্রকৃতি বদলাবেননা।।অন্যের জন্য নিজের আচরণ বদলাবেননা

0
210

একজন লোক দেখতে পেল যে””””””””””””””””””””
একটি সাপ আগুনের মধ্যে প্রায় মরে যাওয়ার মত অবস্থা এবং সে সাপটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নিলো। যখন সে হাত বাড়ালো তখন সাপটি তার হাতে কামড় বসিয়ে দেওয়ার চেষ্টা করল এবং পুনরায় সাপটি আগুনের মধ্যেই পড়ে গেল।

তারপর, লোকটি চারপাশে তাকিয়ে একটি লোহার পাত খুঁজে পেল যা ব্যবহার করে সাপটিকে পুনরায় উদ্ধার করল।
পাশে কেউ একজন পুরো ঘটনাটি দেখে জিজ্ঞেস করল, সাপটি আপনাকে কামড় বসিয়ে দেওয়ার চেষ্টা করার পরও আপনি কেন সাপটাকে বাঁচালেন?

লোকটি জবাব দিয়েছিল:

“সাপের প্রকৃতি হচ্ছে কামড় দেওয়া,
আমার প্রকৃতি হচ্ছে সাহায্য করা,♥
সাপের জন্য আমার প্রকৃতি তো আমি বদলাতে পারি না।”

উপলব্ধি
========
কেউ আপনার ক্ষতি করলেও আপনার প্রকৃতি বদলাবেন না বা আপনার ভাল মানসিকতা নষ্ট করবেন না। কারণ, নিজের ভাল প্রকৃতি-টা কখনই অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তন করা উচিৎ না।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে