ড. শিবানন্দজী।। Dr Shivanondoji

0
211

বাংলাদেশের বৃহত্তর সিলেটের হবিগঞ্জের সন্তান ১২৬ বছরের বিশ্বের সবচেয়ে প্রবীণ ডক্টর
স্বামী শিবানন্দ এ বছর ভারতের পদ্মশ্রী পদক পেলেন। অভিনন্দন।

১২৬ বছরের স্বামী ডক্টর শিবানন্দ পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি। জন্ম ১৮৯৬ সালের ৮ আগস্ট হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে।

পিতা শ্রীনাথ গোস্বামী মাতা ভগবতি দেবী। মা, বাবা, কয়েক বছরের বড় দিদি আরতি সহ দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন ধারণ করতেন। চরম দারিদ্র্যতার কারণে ৪ বছর বয়সে উনাকে নবদ্বীপের বিখ্যাত সন্যাসী স্বামী ওস্করানন্দর কাছে দিয়ে দিয়ে দেন। দুই বছর পর ৬ বছর বয়সে সন্যাসীর সাথে বাড়ীতে ফিরে এসে শুনেন দিদি না খেতে পেয়ে মারা গেছেন। বাড়ীতে আসার ৭ দিন পর মা-বাবা একই দিনে মারা যান।

তিনি স্বামী ওস্করানন্দের সাথে পিতা-মাতার শ্রাদ্ব শেষ করে ১৯০১ সালে নবদ্বীপ গমন করেন ও সেখানে পড়াশোনা শুরু করেন ।

পরবর্তীতে তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এম বি এস পাশ করেন। ১৯২৫ সালে তিনি বিলেত যাত্রা করেন সেখান থেকে পিএইছ ডি ডিগ্রি লাভ করেন।

ভারতের বারানসিতে বসবাসরত চিরকুমার স্বামী শিবানন্দ মানব সেবাই যার ব্রত। উনার কোন রোগ নেই, উনি স্বল্পহারী, তৈলাক্ত খাবার, দুধ, ফল এড়িয়ে চলেন। চশমা ছাড়াই পড়তে পারেন। ভক্তদের দেয়া টাকা পয়সা উনি গ্রহণ করেননা।প্রতিদিন যোগ ব্যায়াম করেন।
বারানসিতে (কাশি) উনার এক ভক্তের দেয়া ফ্ল্যাট উনি ছেড়ে দিয়েছেন বাংলাদেশ থেকে যাওয়া পুনার্থীদের জন্য। সেখানে এক মাস থাকা- খাওয়া ফ্রি।
লিখেছেনঃ টিপু চৌধুরী হবিগঞ্জ থেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে