লেখক পরিচিতিঃ
আব্দুল আজিজ মাহবুব এনামী
Abdul Aziz Mahbub Enami
আব্দুল আজিজ মাহবুব এনামী, জন্মেছেন মনাই নদীর তীরে হামিদপুর গ্রামে ১৯৯৭ এর ২৭ জানুয়ারিতে। এই নদীর তীরেই কেটেছে শৈশব কৈশোর। হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠশালা পাশ করে ভর্তি হন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ে।
স্কুল পাড়া ছেড়ে নোয়াগাঁও দাখিল মাদ্রাসায় এসে ভর্তি হন সপ্তম শ্রেণিতে। দাখিল পাশ করে আলিমে ভর্তি হন সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায়। আলিম শেষ করে বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মানে অধ্যয়ন করছেন। পাশাপাশি আলিয়া মাদ্রাসায় ফাযিল করছেন।
লেখালেখির সুবাদে যুক্ত আছেন “অগ্নিবীণা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” এর সাহিত্য সম্পাদক ও অনুবাদক দল “নেক্সাস টিম” এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে। তার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘নিকটে নিদান’- ২০১৯। অনুবাদ গ্রন্থ ‘হিজাব দর্শন’ ২০২১। যা প্রকাশের এক মাসের মধ্যে দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে। প্রকাশিতব্য আরেকটি অনুবাদ গ্রন্থ ‘দাম্পত্য রসায়ন’ অচিরেই পাঠকের হাতে আসছে।
এই সময়ে তিনি পেয়েছেন – কপোতাক্ষ সম্মাননা স্মারক-২০১৯।
যোগাযোগ : mahbubenami@gmail.com
সংগৃহিত