বাংলা আমার জন্মভূমি বাংলা আমার প্রাণ
বাংলা ভাষায় কথা বলি, বাংলাতে গাই গান
ও ভাই বাংলাতে গাই গান।।
কোটি কোটি তারা জ্বলে আকাশেরি গায়
রঙিন সূর্য এসে মোদের মরাঙিয়ে যায়
রাখাল ছেলে চড়ায় গরু গেয়ে সোনার গান।।
গানের ভরা, ধানে ভরা আমার এদেশ ভাই
তাইতো মোরা ধন্য জীবন এমন দেশ আর নাই
মাঝি ভাইয়ে চালায় তরি গেয়ে সোনার গান।।
যেখানে যায় সেথায় শুনি,বাংলাদেশের নাম
তাইতো মোরা গর্ব করি এমন দেশ আর নাই
তাইতো মোরা সবাই মিলে রাখবো দেশের মান।।