এই তো আমার দেশ সোনার বাংলাদেশ

0
7769

এই তো আমার দেশ সোনার বাংলাদেশ
দোয়েল শ্যামা কোকিল ডাকে,গুণের নাইতো শেষ।

কলসী কাঁখে পল্লী বধু জল আনিতে যায়
রাখালিয়া ধেণু ছেড়ে বাঁশরী বাজায়
দেখতে কতো সুন্দর লাগে সেই না পরিবেশ।।

বর্ষা এলে বাঁকে বাঁকে ভাটিয়ালী গায়
বাংলা মায়ের শ্যামল মায়ায় আমারে কাঁদায়
পাগলী বেটির মুচকী হাসি পাগল করে দেশ।।

গরু নিয়ে রাখালিয়া মাঠে যখন যায়
মাঝি ভাইয়ে পাল উড়াইয়া,নৌকা বাইয়া যায়
জেলে ভাইয়ে ধরে মাছ খুশির নাইতো শেষ।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে