দেইখে আইলাম তারে সইগো দেইখে আইলাম তারে, ও তার এক অঙ্গে কত রুপ নয়নে না ধরে।।
ওরে ললাটে চন্দনের বিন্দু চূড়ায় শোভে শিড়ে(২)
ও তার চূড়া রুপের ময়ুর পংখী ঝিলমিল ঝিলমিল করে।।
ওরে গালে শোভে বনমালা, হস্তে বাঁশি ধরে
এগো শ্যামের বাঁশি ডাকে শুধু বিনাইয়া আমারে।।
আর্ নয়নে চাইলে শ্যামে পাগলিনী করে
মধু বলে যৈবত নারী রইতে দেয়না ঘরে।।