নিদয়া নিষ্ঠুর বন্ধুরে-বাউল সুধীর রঞ্জন সরকার

0
312

ওরে নিদয়া নিষ্ঠুর বন্ধুরে দয়া নাই অন্তরে
মারিলে পিরিতের শেল আমারি অন্তরে রে।।

আগে যদি জানতামরে বন্ধু যাইবায় রে ছাড়িয়া
দুই চরণ বান্দিয়া রাখতাম মাথার কেশ ও দিয়া রে।।

মা ছাড়িলাম,বাপ ছাড়িলাম,ছাড়লাম গুণের ভাই
তোমার সনে প্রেম করিয়া কুলে দিলাম ছাই ও রে।।

আকাশেতে উঠে চন্দ্র সবে দেখে চাইয়া
ওরে তুমি আমার আঁচলের ধন কই রইলা লোকাইয়া রে।।

অধীন সুধীরে কাঁন্দে আশার পন্থে চাইয়া
ও তুমি শেষের দিনে দিয়ো দেখা নদীর কুলে যাইয়ারে।।

গীতিকারঃ বাউল কবি সুধীর রঞ্জন সরকার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে