হাসুস সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

0
141

হাসুস প্রতিষ্ঠকাল-৪ জানুয়ারী ২০১৮

# হাসুস প্রতিষ্ঠাতার নাম?
উঃ জীবন কৃষ্ণ সরকার

# প্রথম কয়জন নিয়ে কমিটি করেন এবং প্রথম সভাপতি ও সম্পাদক কে কে?
উঃ ৫ জন,(সংক্ষিপ্ত কমিটি), প্রথম সভাপতি জীবন কৃষ্ণ সরকার,সম্পাদক রিয়াদ মাহফুজ মাছুম

# হাসুস প্রতিষ্ঠার চিন্তা কেন করলেন?
উঃ হাওরের সাহিত্য অর্থাৎ হাওরসাহিত্য সংরক্ষণ এবং হাওরের জনমানুষের সেবারকরার মানসে হাসুস প্রতিষ্ঠা করক হয়েছে।

# হাসুস এর ব্যনারে প্রথম সাহিত্য অনুষ্ঠান কোথায় করেছেন?
উঃ হাসুস এর ব্যানারে প্রথম সাহিত্য অনুষ্ঠাণ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৭ সেপ্টেম্বর ২০১৮ সালে অনুষ্ঠিত হয়,যেখানে হাওর অধ্যুষিত বিভিন্ন জেলার সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।

# পাঠাগার কি হাসুসের তত্বাবধানে চলে?
উঃ পাঠাগার হাসুসের তত্ত্বাবধানে চলে।

# পাঠাগারটি ঠিক কোথায় অবস্থিত?
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন সদরে।

# পাঠাগার গড়ে তোলার উদ্দেশ্য কি?
উত্তরঃ হাওরের সাহিত্য,সাহিত্যক,কৃষ্টি কালচার সংরক্ষণ করা, সর্বোপরি হাওরের সার্বিক ইতিহাস সংরক্ষণ, প্রচার,প্রসারের ভূমিকা রাখাই পাঠাগার গড়ে তুলার প্রধান উদ্যেশ্য।

# এপর্যন্ত পাঠাগারে বইয়ের সংখ্যা কতো?
উঃ চার হাজার দশটি।

# পাঠাগার কি নিজস্ব ভূমি পেয়েছে? নাকি ভাড়া করা ঘরে চলে?
উঃ পাঠাগার নিজস্ব ভূমি পায়নি,ভাড়ায় পরিচালিত হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে