তেল সমাচার – জীবন কৃষ্ণ সরকার

0
157

তেল সমাচার

তেলে তেলে তেলাতেলি
চলছে তেলের বাহার
কেহ করছে বাড়ি, গাড়ি
কারো জুটছে আহার।

বসের কাছে মাঝে মধ্যে
করলে ঘষাঘষি
সময় মত তেল মর্দনে
দেখবে তখন খুশি।

দেখবে তখন বসের হাসি
খুবই চমৎকার!
তেলে তেলে তেলেসমাতি
রুখবে সাধ্য কার?

নারিকেল তেল,সরিষার তেল
আরো কদুর তেল
সব তেলেরই আছে দরকার
বুঝবে সময় গেল্।

চুল যেমনে বিবর্ণ হয়
খাঁটি তেল বিহনে
নেতার মুখও বক্র হবে
খাঁটি সুরেশ বীনে।

সময় মত জায়গা মত
করলে ব্যবহার
তেলের মালিশ, সকল নালিশ
করিবে সংহার।

তেলের ঘ্রাণে মনের টানে
বলবে নেতা তখন
তুমি আমার মনের মানুষ
বুঝ আমার মন।

কোর্ট-কাচারি,মোকদ্দমায়
তেলের টেংকি লাগে
বুঝে শুনে তেল না দিলে
দুঃখ থাকে ভাগে।

সাক্ষী প্রমাণ থাকলে পরেও
খাটতে হবে জেল
যথাশীঘ্র বেরুতে হলেও
মাজতে হবে তেল।

এইভাবেতে সর্বত্রই
তেলের ছড়া-ছড়ি
কেউ প্রকাশ্যে কেউ গোপনে
করে তেল কারবারি।

তাই বলি ভাই বলবো কতো
তেলের সমাচার
তেলে তেলে তিলে তিলে
জীবন অন্ধকার।!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে