রাজধানী ঢাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী

0
122

রাজধানী ঢাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
⇨ Note:- Mujahidul Islam

১.ঢাকার প্রথম ইংরেজি বানান কি?
⇨ Dacca.
২.ঢাকার ইংরেজি বানান Dacca কখন থেকে Dhakaকরা হয়?
⇨ ৫ অক্টোবর ১৯৮২ সালে।
৩.ঢাকা বংলার প্রথম রাজধানী করা হয় কবে?
⇨ ১৬ জুলাই ১৬১০
৪.স্বাধীনতার পূর্বে কতবার রাজধানীর মর্যাদা পায়?
⇨ ৪ বার।
⇨ ১৬১০,১৬৬০, ১৯০৫ এবং ১৯৪৭ সালে।
৫.কে ঢাকাকে প্রথম বাংলার রাজধানীতে রূপান্তরিত করেন?
⇨ সুবাদার ইসলাম খান চিশতী।
৬.ঢাকার পূর্ব নাম কি?
⇨ জাহাঙ্গীর নগর (মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে)।
৭.ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
⇨ সুবাদার ইসলাম খান
৮.ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরে অবস্থিত ’আফগান দূর্গ’ কে নির্মাণ করেন?
⇨ শের শাহ।
৯.ঢাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত?
⇨ ৪টি – বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা।
১০.ঢাকা মহানগরে প্রথম বিদ্যুৎ বাতি জ্বালানো হয় কবে, কোথায়?
⇨ ৭ ডিসেম্বর ১৯০১:; আহসান মঞ্জিলে।
⇨ মুজাহিদুল ইসলাম
১১.কোন গ্রন্থে ঢাকাকে একটি থানা উল্লেখ করাহয়েছে?
⇨ আকবরনামা।

⇨ ঢাকার প্রথমসরকারি স্কুল–কলেজিয়েট স্কুল–১৫ জুলাই ১৮৩৫।
⇨ সরকারি কলেজ–ঢাকা কলেজ–২০ নভেম্বর ১৮৪১।
⇨ বেসরকারি কলেজ–জগন্নাথ কলেজ–৪ জুলাই ১৮৮৪।
⇨ মেডিকেল স্কুল–মিটফোর্ড মেডিকেল স্কুল–১৫ জুন ১৮৬৫।
⇨ মসজিদ– বিনত বিবিরি মসজিদ– ১৪৫৭ সালে।
⇨ সংবাদপত্র–ঢাকা নিউজ–১৮ এপ্রিল ১৮৫৬।
⇨ বাণিজ্যিক ব্যাংক– ঢাকা ব্যাংক– ১৮৪৬।
⇨ পৌরসভা নির্বাচিত চেয়ারম্যান–হিন্দু– আনন্দ চন্দ্র রায় – ১৮৮৪।
⇨ মুসলিম–খাজা আজগর–১৮৯১।
⇨ বাংলা সংবাদপত্র–ঢাকা প্রকাশ–৭ মার্চ ১৮৬১।
⇨ ছাপাখানা– ঢাকা প্রেস।

⇨ যুগে যুগে বাংলার রাজধানী :-
⇨ সুলতানী আমল (১২০৪-১৫৭৫সাল)
⇨ লখনৌতি– ১২০৪ সালে– বখতিয়ার খলজি।
⇨ সোনারগাঁ– ১৩৩৮ সালে– ফখরুদ্দিন মুবারক শাহ।
⇨ পান্ডয়া– ১৩৫২ সালে– শামসুদ্দীন ইলিয়াস শাহ।
⇨ গৌড়– ১৪১৮ সালে– জালালউদ্দীন মুহাম্মদ শাহ।
⇨ তান্ডা– ১৫৬৫ সালে– সুলতান সুলায়মান করবানী।

➢ সবাইকে ধন্যবাদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে