সমস্যা যখন সবখানে প্রতিরোধ সেখানে অসম্ভব

0
141

নতুন স্কুলে পড়াতে গিয়ে মাস্টারমশাই খেয়াল করলেন যে ছাত্রেরা সকলেই Nature-কে ‘নাটুরে’ বলে উচ্চারণ করছে।
নালিশ জানালেন ইংরেজির টিচারের কাছে গিয়ে।

টিচার অত্যন্ত দুঃখিত হলেন এবং জানালেন তার ধারণা ছাত্ররা একটু ‘মাটুরে’ (Mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
রেগে গিয়ে মাস্টারমশাই ছুটলেন প্রধান-শিক্ষকের কাছে।

নালিশ জানিয়ে বললেন, “কী ইশকুল মশাই… ছেলেরা ‘নাটুরে’ বলে, টিচার ‘মাটুরে’ বলে… “।

প্রধান-শিক্ষক হতাশ কণ্ঠে বললেন, আমিও বুঝি, কিন্তু কী করবেন বলুন, এই অঞ্চলের ‘কালটুরে’ (Culture) টাই এইরকম।

ক্ষিপ্ত মাস্টারমশাই দৌড়লেন স্কুল-সেক্রেটারী তথা অঞ্চল-প্রধানের কাছে…তিনি সব শুনে প্রবল চিৎকার-চেঁচামেচি করতে করতে বললেন, “আমি জানতাম… আমি আগেই জানতাম, এই স্কুলটার কোনও ‘ফুটুরে’ (Future) নেই !

প্রতিকার না পেয়ে শেষে মাস্টারমশাই স্কুল ছেড়ে চলে গেলেন।

বি. দ্রঃ “সমস্যা যখন সবখানে প্রতিরোধ সেখানে অসম্ভব”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে