C ও G এর উচ্চারণ কখন কি হয়

0
340

→ইংরেজিতে C এর উচ্চারণ কখন ‘স’ এবং কখন ‘ক’ হবে!

C এর সফট্ সাউন্ড হলো ‘স’
C এর হার্ড সাউণ্ড হলো ‘ক’

C এর পরে i,e,y এই তিন অক্ষর থাকলে তার উচ্চারণ সফট্ অর্থাৎ স হয়। যেমন: Acid,Fancy,Cell.

C এর পরে i,e,y না থাকলেই ক উচ্চারণ হবে।যেমন : Cameo,Accident.

→ইংরেজিতে G এর উচ্চারণ কখন ‘জ’ এবং ‘গ’ হবে!

G এর সফট্ সাউন্ড হচ্ছে জ
G এর হার্ড সাউন্ড হচ্ছে গ

G এর পরে i,e,y এই তিন অক্ষর থাকলে তার উচ্চারণ সফট্ অর্থাৎ জ হয়। যেমন: Agent, Margin, Gym.

G এর পরে i,e,y এই তিন অক্ষর না থাকলে তার উচ্চারণ হার্ড অর্থাৎ গ হবে।যেমন: Glass,Gape,Great.

পাঠের জন্য ধন্যবাদ 💙

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে