শক্তি আর ক্ষমতা থাকলেও সব জায়গায় প্রয়োগ করতে নেই

0
471

শরীরে শক্তি আর ক্ষমতা আছে বলেই সব জায়গায় তা প্রয়োগ করতে যাবেন না।

শরীরে শক্তি আর ক্ষমতা আছে বলেই সব জায়গায় তা প্রয়োগ করতে যাবেন না। কখন যে কোথায় আটকে গিয়ে মাটির সাথে মিশে যাবেন তা আপনি নিজেও বুঝতেই পারবেন না!

অহংকার আর দাম্ভিকতা পতনের লক্ষন তাই অহংকারী না হয়ে সহনশীল হওয়া উচিৎ।

ক্ষমতার গর্ব না করে –

মনে রাখবেন, আপনার চেয়ে বড় বড় পালোয়ান, শক্তিবান এই পৃথিবীতে পরিস্থিতির বেড়াজালে আটকে পড়ে ধ্বংস হয়ে গেছে। শক্তি, ক্ষমতা, রূপ আর অহংকার চিরস্থায়ী নয়।

মানবজাতির মধ্যে একটি বিষয় সব সময় কাজ করে। অন্যকে ছোট করে দেখা, তাকে ছোট করে রাখা, তাকে দমিয়ে রাখা, কিন্তু তা কখনও সম্ভব নয় কারণ আপনি ও ক্ষণস্থায়ী জীবনে বসবাস করছেন ভুলে যাবেন না।

আজকে আপনি তাকে ভালোবেসে কাছে টেনে বুকে জড়িয়ে ধরুন। আপনার যে কোন বিপদ ঐ মানুষটিকে কাছে পাবেন। যাকে আপনার ভালোবাসায় আবদ্ধ করে ছিলেন। তাকে তার সাফল্যের পথে হাঁটতে শেখান সেই প্রত্যেকটি স্তরে আপনার কথা স্বরণ করবে। আপনার নামটি শ্রদ্ধার সাথে মনে রাখবে।

তাই আসুন সবার সাথে বিনয়ী হই বিনয়ের সাথে কথা বলি। ছোট বড় কোন ভেদাভেদ না করে সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করি বিনয়ের সাথে কথা বলি। এটাই আপনাকে সম্মানের উচ্চতায় নিয়ে
যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে