মোহাম্মদ সাদিক।।ড. মোহাম্মদ সাদিক।।Dr Mohammod Sadik

0
157

শুভ জন্মদিন

ড. মোহাম্মদ সাদিক
________________________________________________

ড. মোহাম্মদ সাদিক ( Dr. Mohammad Sadik )। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ‘PSC’ এর সাবেক চেয়ারম্যান ; ‘বাংলা একাডেমী পুরস্কার ২০১৮’ প্রাপ্ত একজন বিশিষ্ট কবি )

জন্ম:- ১৯ সেপ্টেম্বর ১৯৫৫ ( সুনামগঞ্জ সদর, ধারার গাঁও)
পিতা:- আলহাজ্ব মোহাম্মদ মবশ্বির আলী
মাতা:- মাসতুরা বেগম

দাম্পত্য সঙ্গী:- জেসমিন আরা বেগম ( বাংলাদেশের প্রথম নারী সলিসিটর )

গুরুত্বপূর্ণ তথ্য:-

তিনি ‘বিসিএস’ এর নিয়ন্ত্রক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ‘পিএসসি’ এর ১৩ তম সাবেক চেয়ারম্যান । এর আগে তিনি প্রতিষ্ঠানটির সম্মানিত সদস্য ছিলেন । ( ০৩ নভেম্বর ২০১৪ – ০২ মে ২০১৬ )

তিনি বাংলাদেশ দূতাবাস, সুইডেন এর প্রথম সচিব ।

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সিলেটি “নাগরী লিপি”র ওপর তাঁর গবেষণার জন্যে ভারতের আসাম বিশ্ববিদ্যালয় হতে “পি. এইচ. ডি.” ডিগ্রী লাভ করেন।

কবিতায় অবদানের জন্য তিনি “বাংলা একাডেমি পুরস্কার” ( ২০১৮ ) লাভ করেন ।

তিনি ‘জাতীয় কবিতা পরিষদ’ ও ‘বাংলাদেশ রাইটার্স ক্লাব’ -এর প্রতিষ্ঠাতা সদস্য।

তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর আজীবন সদস্য।

তিনি নাইজেরিয়ার বিখ্যাত ঔপন্যাসিক চিনুয়া এচিবি-র বিখ্যাত উপন্যাস ‘No Longer at Ease ( ১৯৬০ )’ বাংলায় অনুবাদ করেন ‘নেই আর নীলাকাশ’ নামে ।

শিক্ষা প্রতিষ্ঠান:-

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়,
সুনামগঞ্জ সরকারি কলেজে,
ঢাকা বিশ্ববিদ্যালয়
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য ( পারসোনাল ম্যানেজমেন্ট, ১৯৯৪-৯৫ )
আসাম বিশ্ববিদ্যালয়, ভারত ( পি.এইচ.ডি. )

বিশেষ তথ্য:-

তিনি মরহুম আলহাজ্জ্ব মোহাম্মদ মবশ্বির আলী এবং মরহুমা মাসতুরা বেগমের একমাত্র পুত্র । তাঁর সহধর্মিনী ‘বাংলাদেশের প্রথম নারী সলিসিটর’ এবং ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন সিনিয়র সদস্য।’ পুত্র মোহাম্মদ কাজিম ইবনে সাদিক এবং কন্যা মাসতুরা তাসনিম সুরমাকে নিয়ে তাঁর সংসার।

ড. সাদিক সরকারের শিক্ষা সচিব ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৬ সালের ২ মে তারিখ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয় আছেন। তিনি ‘বাংলা একাডেমী’ ও ‘এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ’ -এর আজীবন সদস্য। তিনি ‘জাতীয় কবিতা পরিষদ’ ও ‘বাংলাদেশ রাইটার্স ক্লাব’-এর প্রতিষ্ঠাতা সদস্য।

গ্রন্থতালিকা:-

কাব্যগ্রন্থ:
– আগুনে রেখেছি হাত (১৯৮৫)
– ত্রিকালের স্বরলিপি (১৯৮৭)
– বিনিদ্র বল্লম হাতে সমুদ্রের শব্দ শুনি (১৯৯১)
– কে লইব খবর (২০১০)
– নির্বাচিত কবিতা (২০০৫)
– শফাত শাহের লাঠি (২০১৭)

জীবনী:
– কবি রাধারমণ দত্ত: সহজিয়ার জটিল জ্যামিতি (২০১৭)

বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন।‌

সুনামগঞ্জের আলোকিত সন্তান, ড. মোহাম্মদ সাদিক এর জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।‌

তথ্য ও ছবি: সংগৃহীত

তথ্যঃ মোঃ মশিউর রহমান,প্রভাষক,দিঘেন্দ্র বর্মণ সরকারি কলেজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে