মহাভারতের অপর নাম কি?মহাভারতের ভাগ গুলির নাম কি।মহাভারতের পর্বসমূহের নাম কি কি?

0
4713

মহাভারতের অপর নাম লিখ ?
মহাভারতেই মহাভারতকে দেয়, ভারত, বেদ, সংহিতা? ইতিহাস প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। আবার মহাভারতের শ্লোকসংখ্যা শত সহস্র হওয়ার জন্য এর অন্য নাম শতসাহস্রী সংহিতা।

মহাভারতের ভাগগুলি কি নামে চিহ্নিত বা অভিহিত?
মহাভারতের ভাগগুলি পর্ব নামে চিহ্নিত বা অভিহিত হত।

মহাভারতের কয়টি পর্ব ও কি কি
মহাভারতে আঠারোটি পর্ব আছে। সেগুলি হল যথাক্রমে- আদিপর্ব, সভাপর্ব, বনপর্ব, বিরাটপর্ব, উদোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোন পর্ব, কর্ন পর্ব, শল্যপর্ব, সৌক্তিক পর্ব, স্ত্রীপর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মহাপ্রস্থানিক পর্ব, স্বর্গারোহন পর্ব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে