বিভিন্ন দেশের উপনাম।।Bibinno desher uponam

0
184

পৃথিবীর বিখ্যাত ভৌগলিক উপনাম সমুহ:::
¤ সূর্য উদয়ের দেশ=জাপান।
¤ নিশীত সূর্যের দেশ=নরওয়ে।
¤ নীলনদের দেশ=মিশর।
¤ পবিত্র পাহাড়=ফুজিয়ামা।
¤ জাকজমকের নগরী=নিউইয়র্ক।
¤ পবিত্র ভূমি=জেরুজালেম।
¤ আগুনের দ্বীপ=আইসল্যান্ড।
¤ হাজার দ্বীপের দেশ=ফিনল্যান্ড।
¤ প্রাচ্যের ভেনিস=ব্যাংকক।
¤ প্রাচীরের দেশ=চীন।
¤ পিরামিডের দেশ=মিশর।
¤ পাকিস্তানের প্রবেশ দ্বার=করাচি।
¤ রিক্সার নগরী=ঢাকা।
¤ মরুভূমির দেশ=আফ্রিকা।
¤ মার্বেলের দ্বীপ=ইটালী।
¤ শান্ত সকালের দেশ= কোরিয়া।
¤ রৌপ্যের শহর=আলজিয়ার্স।
¤ সোনালি আঁশের দেশ=বাংলাদেশ।
¤ সম্মেলনের নগরী=জেনেভা।
¤ সোনালি তোরনের দেশ=সানফ্রান্সিসকো।
¤ সাত পাহাড়ের দেশ=রোম।
¤ স্বর্ণ নগরী=জোহান্সবার্গ।
¤ পৃথিবীর ছাদ=পামির মালভূমি।
¤ বজ্রপাতের দেশ=ভুটান।
¤ ভূমিকম্পের দেশ=জাপান।
¤ বাতাসের শহর=শিকাগো।
¤ বাংলার ভেনিস=বরিশাল।
¤ ভূ-স্বর্গ=কাশ্মীর।
¤ বাংলাদেশের প্রবেশ দ্বার=চট্টগ্রাম।
¤ পৃথিবীর ব-দ্বীপ=বাংলাদেশ।
¤ আফ্রিকার সিং=ইথিওপিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে