নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।North East Medical College Hospital

0
934

অবস্থানঃ নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।
সিলেটের অন্যতম একটি বেসরকারি হাসপাতাল।হাসপাতালটি দক্ষিণ সুরমা চন্ডীপুল সংলগ্ন।এখানে চিকিৎসার পাশাপশি শিক্ষার্থীদের এমবিবিএস ভর্তি এবং নার্সিং ট্রেনিং করানো হয়।মহামারি করোনার চিকিৎসার ব্যবস্থাও রয়েছে হাসপাতালটিতে।

বিস্তারিতঃ

নর্থ ইস্ট মেডিকেল কলেজ (ইংরেজি: North East Medical College) হচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি মেডিক্যাল স্কুল, যা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর অবস্থান সিলেট এর দক্ষিণাঞ্চলে অবস্থিত দক্ষিণ সুরমা উপজেলায়। এটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর স্কুল অব মেডিক্যাল সাইন্সের এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অধীনে অধিভুক্ত।

কলেজটি পাঁচ বছর মেয়াদী একটি কোর্স পরিচালনা করে, যা শাবিপ্রবি থেকে ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রী প্রদান করে, এবং এই ডিগ্রী বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-এর (BMDC) দ্বারা স্বীকৃত। চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা শেষে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য এক বছরের ইন্টার্নশীপ বাধ্যতামূলক। মেডিসিন বিভাগে প্র্যাকটিস করার জন্য বিএমডিসি থেকে নিবন্ধন পেতে এই ইন্টার্নশীপ কোর্সটি হচ্ছে একটি পূর্বশর্ত।একাডেমিক ক্যালেন্ডার জুলাই থেকে শুরু হয়ে আবার জুন পর্যন্ত চলতে থাকে।

অক্টোবর ২০১৪ সালে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ বছরের কোর্সের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোকে এডমিশন এবং টিউশন ফি বাবদ মোট ১৯,৯০,০০০ বাংলাদেশি টাকা (US$25,750 ২০১৪ অনুসারে) ধার্য করে দেয়।বাংলাদেশের সকল মেডিকেল কলেজে (সরকারি এবং বেসরকারি) এমবিবিএস প্রোগ্রামে ভর্তির জন্য বাংলাদেশিদের সকল ভর্তি কার্যক্রম ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসের (DGHS) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হয়। এতে একই সঙ্গে সারা দেশে বহু নির্বাচনী প্রশ্নে লিখিত পরীক্ষা নেওয়া হয়। প্রার্থীরা মূলত পরীক্ষায় তাদের স্কোরের ভিত্তিতে ভর্তি হয়, যদিও সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (SSC) এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (HSC) পর্যায়ের গ্রেড পয়েন্টও একটা ভূমিকা রাখে।

বিদেশি শিক্ষার্থীদের তাদের SSC এবং HSC-এর গ্রেডের ভিত্তিতে ভর্তি করা হয়।জুলাই ২০১৪ অনুসারে, কলেজটি প্রতি বছর ১১৫ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দিতে সক্ষম হয়।

২০০৪ সাল থেকে, কলেজটি একটি স্নাতকোত্তর প্রশিক্ষণ দিয়ে আসছে যা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস(BCPS) দ্বারা স্বীকৃত।

বিশেষ হেল্পঃ মুনমুন ম্যাডাম,ইনফরমেশন অফিসার
মোবাইলঃ ০১৭৩১২৪৯২২১

তথ্যসূত্রঃ বিশ্ব মুক্তকোষ উইকিপিডিয়া থেকে লেখাটি সংগৃহিত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে