শাহপরান সরকারি কলেজ।Shahporan Govment College Sylhet

0
914

কলেজটির অবস্থানঃ সিলেট কাজিরবাজার ব্রীজ(সেল্ফিরব্রীজ)ও সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন।

শাহ্‌পরান সরকারি কলেজ এর সংক্ষিপ্ত ইতিহাস:

শাহ্‌পরান সরকারি কলেজ,সিলেট এর পূর্ব নাম সিলেট গভ: কমার্শিয়াল ইন্সটিটিউট। সিলেট গভ: কমার্শিয়াল ইন্সটিটিউট ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে ২টি বেসরকারি এবং ১৬টি সরকারি কমার্শিয়াল ইন্সটিটিউট ছিল। শুরুতে এই প্রতিষ্ঠানগুলো শ্রমশক্তি মন্ত্রণালয়ের অধীনে ছিল। পাকিস্তান শাসনামলে উপনিকেশিক শাসনকার্য পরিচালনার্থে এদেশে অফিসের কারনিক কার্য সুসম্পন্ন করার লক্ষে জনশক্তি তৈরি করার জন্য এ সকল প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। এ সকল প্রতিষ্ঠানে অফিসের কিছু বিষয় তাত্ত্বিক শিক্ষা দিয়ে ব্যবহারিক হিসেবে বাংলা ও ইংরেজি টাইপ এবং বাংলা ও ইংরেজি শাটলিপি শিক্ষা দেওয়া হত। যাতে তারা বিভিন্ন অফিসে অফিস সহকারীর কার্যাবলী করতে পারে। পরবর্তীতে এ সকল প্রতিষ্ঠানকে কারিগরি বোর্ডের অধীনে ন্যস্ত করা হয় এবং পলিটেকনিক ইন্সটিটিউটের সঙ্গে একীভূত করে শিক্ষাদান কার্য পরিচালনা করা হয়। কিন্তু পলিটেকনিক ইন্সটিটিউটের সঙ্গে তাদের সুযোগ সুবিধার ব্যাপারে মতানৈক্যের ফলে ১৯৮২ সালে কমার্শিয়াল ইন্সটিটিউটগুলো পলিটেকনিক ইন্সটিটিউট থেকে বের হয়ে অর্থাৎ কারিগরি বোর্ড থেকে বের হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলে আসে। ঢাকা শিক্ষা বোর্ড আলাদা একটি কমার্শিয়াল সেল গঠন করে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে এ শিক্ষা ব্যবস্থার অনেক বিষয় অপ্রচলিত হয়ে যাওয়ায় এবং শিক্ষা ব্যবস্থা আধুনিক যুগোপযোগী করার লক্ষ্যে ২০১৬ সালের ১২ ই মে তারিখে শিক্ষামন্ত্রণালয়ের আদেশে এই প্রতিষ্ঠানগুলো সাধারণ কলেজে রূপান্তর করে দেশের ৮টি সাধারণ বোর্ডের অধীনে ন্যস্ত করা হয়। একই আদেশে সিলেট গভ: কমার্শিয়াল ইন্সটিটিউট এর নাম শাহ্‌পরান সরকারি কলেজ করে ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক এ তিন বিভাগে ছাত্রছাত্রী ভর্তির অনুমতি প্রদান করা হয়।

তথ্যসূত্রঃ glunis.com

মোবাঃ ০৮২১-৭১৪০৬০

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে