দূর্গা মায়ের কবিতা-জীবন কৃষ্ণ সরকার

0
126

এসো মা দূর্গতিনাশিনী হাওরে
———জীবন কৃষ্ণ সরকার
//
মাগো! তুমি যে দশভূজা,ত্রিনয়নী,দূর্গতি নাশিনী
তোমাতে নিবিষ্ট সমস্ত যশ,সৌন্দর্য,শক্তি
তোমার আগমনে শূচি হয় ধরা
জেগে ওঠে নবপ্রাণ,শুরু হয় নব জাগরণ
মা দূর্গা তোমায় অযুত নমস্কার।

মাগো এধরায় কেউ সুখী,কেউ অসুখী,
আবার কেউ সুখের ভান করে,
ও মা, তুমি কি জানো আমরা নিরীহ হাওরবাসী
সুখের ভানটুকুও করতে পারিনা!

জানো মা,ঋন,কর্জ করে শরীরের ঘাম ঝড়িয়ে
যে ধান ঘরে তুলি,সেই ধানটুকুও
সিন্ডিকেটের কবলে নাম মূল্যে বিক্রি করতে হয়!
তাহলে কিভাবে সুখের ভান করবো মা?
তাই আর কাল ক্ষেপন নয়-
এসো মা দূর্গা,দুর্গতিনাশিনী হাওরে
হাওরের সকল দুর্দশা লাগবে।
১১/০৯/১৯

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে