পৃথিবী তেলবাজদের-জীবন কৃষ্ণ সরকার

0
135

পৃথিবী তেলবাজদের!

কি চমকে উঠলেন?আমার মনে হয়না চমকে উঠার মতো কিছু বলা হয়েছে।ধ্রুব সত্য যখন দাঁড়ায়ে দুয়ারে,তখন চমকে উঠার কি আছে বলুন?

অফিস,কোর্ট,রাজনীতি,লোকালয়,সবি যে তেলবাজদের দখলে! “তেল মর্দন যত বেশি,চলার রাস্তাও তত মসৃণ”
টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যাবেন অনায়াসে নিমেষেই!জয় হয়ে যাবে মনস্কাম ক্ষণিকেই,স্বপ্ন বলতে কিছুই থাকবেনা,সবই হবে বাস্তব,রাজমুকুট শোভিত হবে নিজ শিরে।কেবল সুন্দর, সত্যরা চলে যাবে নির্বাসনে,চাপা পরে যাবে কিছু আর্তনাদ, তাতে কিছুই যায় আসেনা এই সমাজ,এই দেশ তথা পৃথিবীর!

আর যখনি তেলের আধিক্য হৃাস দেখা দেবে,তখনি স্বপ্ন রুপ নেবে দুঃস্বপ্নে,চাওয়া আর পাওয়া দু ভাই চলে যাবে নির্বাসনে,কাম নদী হারাবে তার গতিপথ!জীবননদী হয়ে যাবে সেচ বিহীন শস্যালয়ের মতো,পকেট হবে সহস্র শৈবাল ঘেরা হৃদ,খসে পড়তে পারে মুকুট,মুন্ডদেশ,সেই সাথে টলে যেতে পারে গদি, এসবই হচ্ছে,ঘটছে অহরহ।

আমি যান্ত্রিক গাড়ি এবং মানবগাড়ি দুটোতেই একটা অদ্ভূত মিল দেখছি।দুটোই তেল নির্ভর।তেল আছে তো চলবে,তেল নেই তো দুলবে।এই যখন অবস্থা তাহলে বলাই যায় আগাম পৃথিবী তেলবাজদেরই।সত্য, বাবাজি তুমি নির্বাসনেই থাকো,যদি কভু তেল ছাড়া যান চলার দিন আসে তবেই না হয় তুমি তাতে চড়েই এসো!

পৃথিবী তেলবাজদের!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে