তেত্রিশ কোটি দেবতা!

0
204

“ভারতের তেত্রিশ কোটি দেবতা”
এই কথাটা নিয়ে নানারকম ফাজলামি চলে।

আসল বিষয়টা একটু দেখা যাক:-অনেকের মতে দেবতা মানে ঈশ্বর নয় দেবতা মানে যাদের দানে আমারা পুষ্ট।তাদের মত অনুযায়ী
৩৩ কোটি (সংখ্যা) নয়,৩৩কোটি(প্রকার) দেবতা আছে হিন্দু ধর্মে।

দেবভাষায় সংস্কৃতে কোটি শব্দের অর্থ দুটি হয়।
১-প্রকার।
২-সংখ্যা কোটি।

হিন্দু ধর্মের দুষ্প্রচার করার জন্য অনেকে বলে বেড়ায় হিন্দুদের ৩৩ কোটি দেব-দেবী।

আসল কথা হলো মোট ৩৩ প্রকার দেবতা আছে হিন্দু ধর্মে।

#বারো_প্রকার_হলো
আদিত্য ধাতা,মিত, আর্যমা,শুক্রা,বরুন,অংশ,ভাগ,বিবস্বান,পুষ,
সবিতা,তাবস্থা এবং বিষ্ণু।

#আট_প্রকার_হলো বাসু–ধর,ধ্রুব,সোম,অহ,অনিল,অনিল,প্রত্যুষ,এবং প্রভাষ।
#এগারো_প্রকার_হলো রুদ্র-হর,বাহুরুপ,ত্রয়ম্বক,অপরাজিতা,বৃষাকাপি,
শম্ভু,কর্পাতি, রেবাত,মৃগব্যাধ,কর্পা এবং কপালী।
বাকী
#দুই_প্রকার_হলো
অশ্বিনী এবং কুমার।

মোট=১২+৮+১১+২=৩৩।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে