ডাঃ সুকান্ত মজুমদার সারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন মেডিসিন-ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং বাত-এ্যাজমা-হৃদরোগ ফিজিশিয়ান এবং সহকারী অধ্যাপক। স্যার যে সকল প্রশিক্ষণ এবং ডিগ্রী অর্জন করেছেন সেগুলো হলো এম.বি.বি.এস, .বি.সি.এস,(স্বাস্হ্য) , পি.জি.টি(মেডিসিন-হৃদরোগ), আর.সি.জি.পি(বিসিপিএস), সি.সি.ডি(বারডেম) এবং এম.ফিল, ফার্মা-মেডিসিন(বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটি, ঢাকা)। স্যার এর রোগী দেখার চেম্বার হলো দি পদ্মা ডায়াগনস্টিক সেন্টার। এই চেম্বারে গেলে আপনারা স্যার এর অ্যাপোয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন। তাছাড়া ফোন কলের মাধ্যমে অর্থাৎ ০১৭১৪৭৫৬২৬৬ নাম্বারে কথা বলে সিরিয়াল বুকিং করতে পারবেন।
