একদিন মাটির ভিতর হবে ঘর

0
194

একদিন মাটির ভিতরে
হবে ঘর রে মন আমার
কেন বাঁধো দালান ঘর।।

প্রাণ পাখি উড়ে যাবে
এ দেহ পিঞ্জর ছেড়ে
সব কিছু পরে রবে এ ধরাধামে
ভাই বন্ধু যত আত্মীয় স্বজন ধরা শত(২)
কে করিবে আদর।।

রক্ত মাংস চর্ম পঁচে গলে যাবে
শিরা উপশিরা চিন্ন ভিন্ন হবে
মূল মেরু দন্ড হবে খন্ড খন্ড(২)
মিশে যাবে মাটির ভিতর।।

এ সাধের মানব জনম হেলাতে হারালে
আত্মার উপর বিশ্বাস কভু না রাখিলে
ভেবে অধম বলে যাই মুখে হরি বলো ভাই
হরি হরি বলো মন অন্তর।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে