অনেক দিন হয় বাড়ি ছাড়া-সুধীর রঞ্জন সরকার

0
151

অনেক দিন হয় বাড়ি ছাড়া একাত্তরের সংগ্রামে ভাই,একাত্তরের সংগ্রামে
জন্মভূমি গোবিন্দপুর বাস করি বাট্টাগ্রামে।।

সুনামগঞ্জ জিলা হইলো,সিলেট হইলো আদিস্থান
ধর্মপাশা উপজেলা চামরদানি ইউনিয়ান
পরগনা হয় বংশীকুন্ডা টাঙ্গুয়ার হাওরের পশ্চিমা।।

বুক ভরা দুঃখ আমার দুঃখ বলার যায়গা নাই
নীর হারা পাখির ন্যায় উড়িয়া সদায় বেড়াই
কোনদিকে যাই ভেবে না পাই কোনদিন যে নিবে জমে।।

ভেবে ছিলাম এ জগতে হয়ে যাবো চিরস্থাই
চেয়ে দেখি খাস মহলে মালিকানার টিকেট নাই
কখন জানি যেতে হবে ভাবি তাই রাত্র দিনে।।

অধীন সুধিরে বলে আমারতো ঠিকানা নাই
শেষ ঠিকানা হবে বলি যেদিন নদীর কূলে যাই
আমি নদীর কূলে বাঁধবো বাসা সুন্দর করে শ্মশানে।।

কথা,কণ্ঠ,সুরঃ বাউল কবি সুধির রঞ্জন সরকার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে