কবি পরিচিতি
নাম – হৃদয় দাস পিতা- অজিত দাস মায়ের নাম – শিলা রানী দাস হাওর কন্যা সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কায়েতকান্দা গ্রামে ১৯৯৯ সালের ৫ই অক্টোবর জন্মগ্রহণ করেন। এক ভাই ও দুই বোনের মধ্যে কবি সবার বড়। গ্রামের প্রাইমারি স্কুল থেকে পড়ালেখা শুরু। বর্তমানে নেত্রকোণা সরকারি কলেজে ” ব্যাবস্থাপণা বিভাগে” অধ্যয়নরত। ছোট বেলা থেকেই লেখালেখির আগ্রহ নিয়ে কবির পথ অতিক্রম করে চলেছেন। কবির প্রথম কবিতা ” খোকার প্রশ্ন” হাওর সাহিত্য প্রতিযোগিতা -১৭ অংশ নিয়ে “সেরা কবি “নির্বাচিত হন। বিভিন্ন অনলাইন ম্যাগাজিন ও পত্র পত্রিকায় নিয়মিত লিখে যাচ্ছেন। কবির দুটি যৌথ কাব্য প্রকাশ পেয়েছে” স্বপ্ন যখন চোখের পাতায় ” ও “মেঘের আড়ালে ”
কবি সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।
১। চেনা মানুষ
দেখনা চেয়ে আমার প্রাণে
তোমার দ্বিব্য চক্ষে
পিপাসায় কাতর চেয়েছি আশ্রয়
তোমার আপন বক্ষে!
আমি কোনো “ঘাতক” নই
বিশ্বাস করো আমায় !
আমি তোমাদের “চেনা মানুষ”
আমার গায়ে কাঁদামাটির গন্ধ লেগে আছে।
তবুও বিশ্বাস হচ্ছে না ?
তাহলে শোন গাইছি আমি
“বঙ্গবন্ধুর” অমর কবিতা খানি…
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ”
এই বাংলার প্রকৃতি আমাকে চিনে।
সকল পাখিরা আমার নাম ধরে ডাকছে…..
শোন কান পেতে !
আমি ফিরে এসেছি
তোমার আঁচল ছায়ায়
বাংলার জেলে-কৃষক, কুলি-মজুরির মায়ায় !
সবুজে ঘেরা বাংলাকে আমি ভুলতে পারি নাই…
জীবনের শেষ প্রান্তেএসে তোমার কোলে “মা” আশ্রয় চাই !!
২। বৃক্ষের আর্তনাদ
মানবেরে করিলাম দান
আমার এ জীবন ও প্রাণ
দিলাম কতো ফুল ও ফল
দিলাম আমার গায়ের ছাল
তবুও মানব করেনা আমার যত্ন
রাখে সর্বদা অবহেলায়….!!
পথিকের হয়েছি ছায়া
দিয়েছি প্রকৃতির শীতল হাওয়া
নিজের বক্ষে ঠাই দিয়ে
করেছি তদের মায়া
তবুও মানব রাখেনা আমার খবর
রাখে সর্বদা অবহেলায়…!!
আমার ডাল-পালা কেটে নিয়ে যাস
শখের কতো আসবাবপত্র বানাস ।
ঘর-বাড়ি আর জ্বালানি
কাজে তো লাগি আমিই
তবুও মানব খুজ নেয়না আমার
রাখে সর্বদা অবহেলায়….!!
দুঃখ আমি করি নারে..!
করি তদের মায়া…..
আমার খবর রাখিস একটু
হইলে তদের দয়া…….!!
৩। আমি জেলে
হৃদয় দাস
আমি জেলে আমি মাছ ধরি,
নদী, খাল-বিলে
আমি জেলে
আমি মাছ ধরি
হাওর-বাওর ঝিলে
আমি জেলে
আমি মাছ ধরি
পুকুর, ডুবা,সাগরে!
আমি জেলে
আমার বন্ধু পানি আর মাছ
আমি জেলে
আমার সঙ্গী নৌকা ও জাল !
দিনে রাতে পানিতে ভেসে
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
মাছ ধরি আমি !
ঢেউয়ের বুকে ভেসে বেড়াই
কতো রাত কাটে আমার ঘুম ছাড়াই ..
হাজার লোকের খাদ্য জোগাড় করি আমি….
তবুও কেন অবহেলার পাত্র হই ?
জাতির কাছে প্রশ্ন আমার
আমি কি মানুষ নই ?