সহযোগিতাই দ্রুত সুখ আনে

0
149

একটি ক্লাসে ছিল ৬০ জন ছাত্র। শিক্ষক তাদেরকে একটি করে বেলুন দিলেন। আর দিলেন একটি করে মার্কার কলম। বললেন, তোমরা প্রত্যেকে নিজের নাম লিখো বেলুনের ওপরে।
প্রত্যেকে হাতের বেলুনে নিজের নাম লিখল।
শিক্ষক এবার সব কটি বেলুন পাশের ঘরে রাখার নির্দেশ দিলেন। সব বেলুন এক জায়গায় রাখা হলো। শিক্ষক ছাত্রদের বললেন, যাও, এবার যার যার বেলুন খুঁজে আনো।
সঙ্গে সঙ্গে হইচই ও বিশৃঙ্খলা দেখা দিল।
শিক্ষক বললেন, আচ্ছা, এভাবে হবে না। তোমরা প্রত্যেকে একটি করে বেলুন নিয়ে এসো।
সবাই বেলুন আনল। শিক্ষক বললেন, এবার তোমাদের হাতের বেলুনের গায়ে লেখা নাম জোরে বলো। দুই মিনিটের মধ্যে প্রত্যেকে বেলুন ফিরে পেল।
শিক্ষক বললেন, এটা হলো একটি শিক্ষা। আমরা প্রত্যেকে যদি ‘নিজের’টা খুঁজি, তাতে কেবল হট্টগোলই হবে। আমাদের কাজ হবে অন্যকে সহযোগিতা করা। প্রত্যেকে যদি প্রত্যেককে সহযোগিতা করে, সবাই সুখী হবে। একা একা সুখী হওয়া যায় না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে