নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে,কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে,ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
মন্ত্রের অর্থ:
দেবী সরস্বতী দেবী মহাভাগ, লোচনা দেবী পদ্ম-সদৃশ, বিশালালক্ষী বিদ্যা দয়িনী দেবীকে শুভেচ্ছা। ভদ্রকালী (মঙ্গলময়ী ভগবতী) থেকে নিত্য নমস্কার, দেবী সরস্বতীর কাছে বারবার নমস্কার এবং বেদঙ্গ বিদ্যা স্থানের কাছে বেদ। বিনা বইটি ধারণকারী ভগবতী ভারতীকে প্রণাম।