সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র

0
255

নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।

জয় জয় দেবী চরাচর সারে,কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে,ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

মন্ত্রের অর্থ:

দেবী সরস্বতী দেবী মহাভাগ, লোচনা দেবী পদ্ম-সদৃশ, বিশালালক্ষী বিদ্যা দয়িনী দেবীকে শুভেচ্ছা। ভদ্রকালী (মঙ্গলময়ী ভগবতী) থেকে নিত্য নমস্কার, দেবী সরস্বতীর কাছে বারবার নমস্কার এবং বেদঙ্গ বিদ্যা স্থানের কাছে বেদ। বিনা বইটি ধারণকারী ভগবতী ভারতীকে প্রণাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে