শূন্যই যদি হতে হয় আমাকে, তবে আমি মহাশূন্যই হবো
——জীবন কৃষ্ণ সরকার
যে ধরণীতে আসার জন্য আমি লক্ষ কোটি সহোদরকে হারিয়েছি,যে আলোতে মুখ দেখাবার জন্য সর্বাগ্রে ভেদ করেছি গর্ভাশয় প্রাচীর,সেই ধরাতেই আমি যখন আজ অসহায় এক
কোথাও ‘রা’ শব্দ নেই আমাকে নিয়ে কারণ
না আছে আমার ধন,না আছে আমার জন,না আছে ঐশ্বর্য!
সেই ধরণীতেই যেনো আমি আজ অর্বাচীন এক।
মেদীনীর সুধা আমার জন্য নহে,হিমালয়ের মায়াবী বহ্নি আমার জন্য নহে,হিমাদ্রীর কল কল সুরধ্বনি আমার জন্য নহে
আমার অপরাধ!
আমি শূন্য,রিক্ত প্রাণ এক,আমাতে না আছে আলাদীনের চেরাগ,না আছে হীরক রাজার রাজ্য ভাগ,তাইতো রাঘবের দৃষ্টিতে আমি শূন্য,শকুনের দৃষ্টিতেও আমি হীনমন্য!
আসলে কি আমি তাই?
হে আমি তাই,আমি শূন্যই! তবে হে
“শূন্যই যদি আমাকে হতে হয়, তবে আমি মহাশূন্যই হবো”
শূন্যের ভেতর কিছু না থাকলেও মহাশূন্যে গ্রহ, উপগ্রহ,তারা,নক্ষত্র,নভোমন্ডল এমন কি অবনী সহ আপনি, সবাই যেখানে সমান্তরালে !
যেথায় চাইলেও না করা যায় হিংসা,দ্বেষ,লোভ,ক্ষোভ।
আমি সেটাই হবো।
আমাতেও সকল ধৈর্য,সকল কষ্ট,সকল ভালোবাসা,প্রেম,বিরহ,সকল অবহেলা,সকল অবমাননাকে ধারণ করবো,কাউকে দোষীবনা দুদন্ড আমি কভু
যদি সাথে থাকে আমার পরমেশ্বর প্রভু
হে হে হে হে হে জেনে রেখো ধরিত্রী ওগো
“শূন্যই যদি হতে হয় আমাকে, তবে আমি মহাশূন্যই হবো”।
০৩/০১/২০২২
মেজরটিলা,পার্থদের বাসা