মনে নাই গো আমারে বন্ধুয়ার মনে নাই,
আমি বন্ধুর আশায় বসে বসে রজনী পোহাই গো।
জাতি যুঁথি ফুল মালতী, বিনি সুতায় মালা গাঁথি গো
আইলো না শ্যাম কুঞ্জে আমার মালা কার গলে পরাই গো।।
চুয়া-চন্দন ফুলের অঞ্জন কোটরায় ভরিয়া রাখলাম গো
আমার দেখলে চন্দন উঠে ক্রন্দন চন্দন কার অঙ্গে ছিটাই গো।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে গো
একবার পাইলে শ্যামরে ধরমু গলে আর ছাড়াছাড়ি নাই।।