মুর্খের সাথে তর্কে সময় নষ্ট না করাই শ্রেয়।।বাঘ ও গাধা-গল্প

0
1046

সমাজে #গাধারূপী কিছু মূর্খ আছে এদের সাথে তর্কে জড়াবেন না। হিতের বিপরীত হতে পারে

শিক্ষণীয় গল্প: বাঘ ও গাধা

একদিন গাধা বাঘকে বলল, “ঘাসের রং নীল।”
বাঘ উত্তর দিল, “না, ঘাসের রং সবুজ।”

কিছুক্ষনের মধ্যেই দু’জনের আলোচনা তুমুল তর্কে রূপ নিল। উপায় না দেখে তাঁরা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — “মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?”
সিংহ উত্তর দিল, “হ্যাঁ, ঘাসের রং নীল।”

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল, “বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।”

সিংহ তখন ঘোষণা করল, ” বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।”
গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল, “ঘাসের রং নীল, ঘাসের রং নীল।”

বাঘ শাস্তি মেনে নিলেও মন থেকে হিংহের সিদ্ধান্ত কোন ভাবেই মানতে পারছিল না। তাই আবার সিংহকে জিজ্ঞাসা করেই ফেলল, “মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন? ঘাসের রং কি সবুজ নয়?”

সিংহ উওরে বলল, ” তুমি ঠিক বলেছো। ঘাসের রং সবুজ।”
তখন বাঘ রেগে আগুন হয়ে আবার জিজ্ঞাসা করল, “তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?”

এবার সিংহ ঠান্ডা মাথায় উত্তর দিল, “তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ নাকি নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বিচক্ষণ, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কাজের কারণে আমার কাছে এসে আমার নিজের সময় নষ্ট করেছ।”

মুর্খ গাধার সাথে তর্ক করার কারণেই তোমাকে এই শাস্তি দেয়া হয়েছে।

©️সংগৃহীত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে