শাস্ত্রে কাদের জন্য পশু বলির অনুমোদন রয়েছে?

0
203

কাদের জন্য পশুবলি অনুমোদন করা হয়েছে?

শ্রীমদ্ভাগতের (৪/২৬/৬) শ্লোকে স্পষ্ট বর্ণিত হয়েছে কাদের জন্য পশুবধের অনুমোদন আছে তা
“রাজা যদি মাংস আহারের প্রতি অত্যন্ত আসক্ত হন তাহলে তিনি যজ্ঞ অনুষ্ঠানের শাস্ত্রীয় নির্দেশ অনুসারে বনে গিয়ে, কেবল বধ্য (যথা-গন্ডার, কচ্ছপ, খরগোশ, সজারু এবং টিকটিকি) পশুদের হত্যা করতে পারেন। অনর্থক ও অবাধে পশুহত্যা কখনই অনুমোদিত হয়নি। রজো ও তমোগুণের দ্বারা প্রভাবিত মূর্খ মানুষেরা যাতে অসংযতভাবে অবাধে পশুহত্যা না করে সেই জন্যই বেদে পশুবধের সুনিয়ন্ত্রিত নির্দেশ দেওয়া হয়েছে।”
এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ লিখেছেন – “নিয়ম মানুষের জন্য পশুদের জন্য নয়। রাস্তায় পরিবহনের নিয়ম মানুষদের বলে দেয় রাস্তার ডান দিকে অথবা বাঁ দিকে থাকতে। এই নিয়ম কেবল মানুষদের জন্য তা পশুদের জন্য নয়। কোন পশু যদি সেই নিয়ম লঙ্ঘন করে তাহলে তাকে কখনা দÐ দেওয়া হয় না। কিন্তু কোন মানুষ যদি তা করে তাহলে তাকে দন্ড দেওয়া হয়। বেদ পশুদের জন্য নয়, মানুষদের উপলব্ধির জন্য। কোন মানুুষ যদি কোন রকম বিচার-বিবেচনা না করে বেদের বিধি-নিষেধগুলি লঙ্ঘন করে তাহলে যথাসময় তাকে দÐভোগ করতে হবে। তাই কাম-বাসনার দ্বারা প্রভাবিত হয়ে ইন্দ্রিয় সুখভোগ করা উচিত নয়।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে