প্রশ্ন :কৃষ্ণ ভক্ত কারা হয়❓
উত্তর : পাপী লোক কখনো কৃষ্ণ ভক্ত হতে চায় না।যার পাপ দূর হয়েছে, সেই কৃষ্ণ ভক্ত হয়।ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ( ৭/২৮) বলেছেন, ” যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরুপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন,তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন।”
আবার কৃষ্ণ ভক্ত হওয়াও এত সহজ নয়, যাদের বহু বহু জন্মের পূণ্য অর্জন হয়েছে, তাদের হৃদয়েই শুধু কৃষ্ণভক্তির জন্ম হয়ে থাকে। বৃহন্নারদীয় পুরাণে ( ৩৭/৫০) বলা হয়েছে,
” সহস্র কোটি জন্ম যাহারা পূণ্য অর্জন করিয়াছে, তাহাদিগেরই দেবদেব জনার্দ্দনের উপর ভক্তি শ্রদ্ধা জন্মিয়া থাকে।”
তাই, যদি কোথাও দেখা যায়, কেউ ভগবানের ভক্ত হয়নি বা পরমেশ্বর ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর নিন্দা করছে, বা ভগবানের বিরুদ্ধে কথা বলছে, তাহলে বুঝতে হবে, কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য সে এখনো যোগ্যতা লাভ করতে পারেনি।তখন ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করা উচিত, ভগবান যেন তাকে কৃপা করেন।
সংগৃহিত।।