কি জ্বালা দিয়া গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে,না দেখিলে পরান পুরে।।
না রাখি, না রাখি পাটিতে না রাখি পালংকের উপরে
সিথির সিঁদূরে রাখিব বন্ধুরে বাঁধিবো সম ডোরে।।
বন্ধু পরবাসির পরের ঘরে আসি এত ঘুমে কেন ধরে
কোকিলায় করে ধ্বনি,পোহাইলো রজনী
না-ডাকি ননদিরো ডরে।।
নারী প্রেম গাছে কীটোনা পইরাছে,বস্ত্র খসে খসে পরে
কহে আজ বড়ালি,সাদু শতজালি
উদাসী বানাইলো মোরে।।
সংগ্রহ -হাওরকবি