বঙ্গবন্ধুর সেনা
বঙ্গবন্ধু নাম শুনিলে আমরা সবে খুশি
শেখ মুজিবের নাম শুনিলে অবাক বিশ্ববাসী
বঙ্গবন্ধুর সেনা আমরা দেশকে ভালোবাসী।
দেশের তরে যুদ্ধ করে রাখবো দেশের মান
সুখে দুখে থাকবে মোদের জয় বাংলা শ্লোগান
জয় বাংলা বলিয়াই স্বাধীন হয়ছিল দেশবাসী।।
হলফ করে বছর ধরে করবো লেখা পড়া
শেখ মুজিবের স্বপ্ন ছিল সোনার এ দেশ গড়া
সোনার দেশ গড়িতেই ধরবো অসী ছেড়ে মসী।।
দুর্নীতি আর চাঁদাবাজি রাখবোনা এই দেশে
বিশ্ববাসী হবে খুশি মুজিব দেশে এসে
জীবন কৃষ্ণ এই ভাবনা করে দিবানিশি
বঙ্গবন্ধুর সেনা আমরা দেশকে ভালোবাসী।।
১৭/০৩/২০১৫
কবিকুঞ্জ,বাট্টা