১৯৬৯ সালে এলো দারুণ নির্বাচন
নৌকার সংকল্প নিলেন শেখ মুজিবুর রহমান।।
শেখ মুজিবে নৌকা গড়তে করলেন বিশাল আয়োজন
বাংলাদেশের জনগনে গড়লেন একটি সংগঠন
শেখ মুজিবুর হেড মেস্তুরী,বাইসা দেশের জনগন।।
শেখ মুজিবুর গড়লেন নৌকা বসিয়া মনের মতন
শাল,সেগুণে বানছেন নৌকা,গলই দিছেন শ্বেত চন্দন
তাইতো মোরা গর্ব করি চলবেই সে সারা জীবন।।
সেই নৌকার প্রতিবাদী ইয়াহিয়া টিক্কা খান
তাই শুনে এগিয়ে আসলেন বাংলাদেশের নওজোয়ান।
বন্ধুক, কামান হাতে নিয়ে তাদেরকে করলেন বারন।।
অধীন সুধীরে বলে শোনেন আমার বন্ধুগণ
দেশকে ভালোবাসতে হলে একতারই প্রয়োজন
সাগর সংযোজিত দেশটির নৌকার বিশেষ প্রয়োজন।।
লিপিবদ্ধের তারিখঃ ৩০/১০/১৫
লেখার সসয়ঃ ১৯৬৯ ইং