মনাই পারের ছেলে
মনাই পারের ছেলে আমি
মনাই পারেই বাড়ি
মনের সুখে নদীর বাঁকে
করি ঘুরাঘুরি।
বর্ষা কালে ঢেউয়ের তালে
নানুর বাড়ি যাওয়ার ছলে
একা কিংবা সদল বলে
কলার ভেলায় চড়ি!
মনাই পারের ছেলে আমি
মনাই পারেই বাড়ি।
ঢেউয়ের তালে সবাই মিলে
জল পাই খেলা করি
মনসা আর দুর্গা পূজায়
ধূলায় গড়া গড়ি।
খুশি খুশি খুসি নৌকায়
উত্তর থেকে দক্ষিণ পাড়ায়
যুবক বৃদ্ধ আত্ম হারায়
করি হই হুল্লোড়ি,
মনাই পারের ছেলে আমি
মনাই পারেই বাড়ি।
নদীর বুকে সাঁতার কেটে
ওপারে দেই পাড়ি
ঝড় তোফান আর বিজলি দেখলে
করি দৌড়া দৌড়ি।
বাতাস বাতাস বাতাস বহে
আম পরে যায় আর কি সহে?
রাত পোহালেই নাটাই লহে
উড়াই রঙ্গিন ঘুড়ি,
মনাই পারের ছেলে আমি
মনাই পারেই বাড়ি।
২০/১১/১৫
এসপি বাংলো,দাতিয়াপাড়া।
১১। মনাই পারের ছেলে
(“মনাই পারের ছেলে” কবিতার ব্যাকরণিক বিশ্লেষণ)
ম+নাই+পা+রের+ছে+লে+আ+মি=৮
ম+নাই+পা+রেই+বা+ড়ি=৬
ম+নের+সু+খে+ন+দীর+বাঁ+কে=৮
ক+রি+ঘু+রা+ঘু+রি।=৬
বর+ষা+কা+লে+ঢেউ+য়ের তা+লে=৮
না+নুর+বা+ড়ি+যাও+য়ার+ছ+লে=৮
এ+কা+কিং+বা+স+দল+ব+লে=৮
ক+লার+ভে+লায়+চ+ড়ি!=৬
মনাই পারের ছেলে আমি=৮
মনাই পারেই বাড়ি।=৬
ঢেউ+য়ের+তা+লে+স+বাই+মি+লে=৮
জল+পাই+খে+লা+ক+রি=৬
ম+ন+সা+আর+দুর+গা+পূ+জায়=৮
ধূ+লায়+গ+ড়া+গ+ড়ি।=৬
খু+শি+খু+শি+খু+সি+নৌ+কায়=৮
উত+তর+থে+কে+দক+খিন+পা+ড়ায়=৮
যু+বক+বৃদ+ধ+আত+ত+হা+রায়=৮
ক+রি+হই+হুল+লো+ড়ি,=৬
মনাই পারের ছেলে আমি=৮
মনাই পারেই বাড়ি।=৬
ন+দীর+বু+কে+সাঁ+তার+কে+টে=৮
ও+পা+রে+দেই+পা+ড়ি=৬
ঝড়+তো+ফান+আর+বিজ+লি+দেখ+লে=৮
ক+রি+দৌ+ড়া+দৌ+ড়ি।=৬
বা+তাস+বা+তাস+বা+তাস+ব+হে=৮
আম+প+রে+যায়+আর+কি+স+হে?=৮
রাত+পো+হা+লেই+না+টাই+ল+হে=৮
উ+ড়াই+রঙ+গিন+ ঘু+ড়ি,=৬
মনাই পারের ছেলে আমি=৮
মনাই পারেই বাড়ি।=৬
সার সংক্ষেপ- (৮+৬+৮+৬>>৮+৮+৮+৬)//(৮+৬+৮+৬>>৮+৮+৮+৬)//(৮+৬+৮+৬>>৮+৮+৮+৬)
(লেখাটি স্বরবৃত্ত ছন্দে লেখা)
২০/১১/১৫
এসপি বাংলো,দাতিয়াপাড়া।
কবিতাটি হাওর মোদের জীবন মরণ কাব্যগ্রন্থ থেকে নেয়া।