কাইন্দ না গো সোনার ভাবী নাইওরের লাগিয়া
আষাঢ় মাসে নিমু নাইওর পানসী নাও দৌড়াইয়া।।
আগায় পিছে মাস্তুল দিমু,মধ্যে দিমু চইয়া
তুমি থাকবায় বইয়া গো ভাবী আমি নিমু বাইয়া।।
দক্ষিণা বাতাসে ভাবী দিমু পাল উড়াইয়া
পবন বেগে চলবো নৌকা লাফাইয়া লাফাইয়া।।
কত রঙের নৌকা দেখবায় ডানে বামে চাইয়া
মধুর মধুর গান শোনাইমু চইয়ার নিচে বইয়া।।