আমি রবনা রবনা গৃহে বন্ধু বীনে প্রাণ বাঁচেনা

0
330

আমি রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।

বন্ধু আমার চিকন কালা
নয়নে লাইগাছে ভালা
বিষম কালা ধইলে ছাড়ে না।।

বন্ধু বিনে নাইযে গতি
কিবা দিবা কিবা রাতি
জ্বলছে আগুন আর তো নিভে না।।

এমন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি
ছুটলে পাখি ধরা দেবে না।।

হাতে আছে স্বরমধু
গৃহে আছে কুলবধূ
কী মধু খাওয়াইল জানি না।।

ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে
জ্বলছে আগুন আর তো নিভে না।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে