বলগো বলগো সখী কোন বা দেশে যাই

0
1009

বল গো বল গো সখি
কোন বা দেশে যাই কোন বা দেশে যাই
আমি কোন বা দেশে গেলে
আমার প্রাণবন্ধুরে পাই।।

আপন জানি প্রাণবন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই(২)
আমার ছিল আশা দিল দাগা
আর প্রেমে কাজ নাই।।

বিচিত্র পালংকের মাঝে
শুইয়া নিদ্রায় যাই(২)
আমি শুইলে স্বপনে দেখি
শ্যাম লইয়া বেড়াই।।

ভাইবে রাঁধা রমন বলে
শুনগো ধনী রাই(২)
আমি শ্যাম পাইলে ধরবো গলে
ছাড়াছাড়ি নাই।।

–রাধারমণ দত্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে