আমি বন্দী কারাগারে-মুজিব পরদেশী

0
311

আমি বন্দি কারাগারে মা।।
আছি গো মা বিপদে
বাইরের আলো চোখে পড়েনা মা
আমি বন্দি কারাগারে।।

জেলখানার সম্বল
থালাবাটি কম্বল
এছাড়া অন্য কিছু মেলেনা মা।।

সকাল আর সন্ধায়
দুইটি রুটি দেয়।।
রুটি খেয়ে পেট ভরেনা
মা
আমি বন্দি কারাগারে।।

শনিবার আর মঙ্গলবার
তোমার আমার দেখাবার
তাও তো দেখা তুমি করোনা মা।।

আর জ্বালা সয়না
প্রাণে যে মানেনা।।
মশার কামড়ে ঘুম ধরেনা
আমি বন্দি কারাগারে।।

আমি দুখের দুখী
কবে হব সুখী
তাও তো জেনে তুমি বলনা মা।।

রাউটার আর সিম
সকলে ডাকে নাম
আমার নাম ডাক আর পড়েনা মা
আমি বন্দি কারাগারে।।
__________________
মুজিব পরদেশী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে