মোট ম্যাচ-১১০ টি
ব্রজিলের জয়-৪৬ টি
আর্জেন্টিনার জয়-৩৯ টি
ড্র হয়-২৫ টি ম্যাচ।
🇧🇷 ব্রাজিল বিশ্বকাপ খেলছে ২০ বার, 🇧🇷
🇦🇷 আর আর্জেন্টিনা ১৬ বার। 🇦🇷
🇧🇷 ব্রাজিল বিশ্বকাপ পাইছে ৫ বার, 🇧🇷
🇦🇷 আর আর্জেন্টিনা ২ বার। 🇦🇷
🇧🇷 ব্রাজিল ফাইনাল খেলছে ৭ বার, 🇧🇷
🇦🇷 আর্জেন্টিনা ৪ বার। 🇦🇷
🇧🇷 আর ব্রাজিল যতবার ফাইনাল খেলছে 🇧🇷
🇦🇷 আর্জেন্টিনা ততবার সেমি ফাইনালও খেলে নাই। 🇦🇷
🇧🇷 ব্রাজিলের একটানা দুইবার (৫৮,৬২) বিশ্বকাপ নিয়েছে একটানা তিনবার ফাইনাল খেলছে (৯৪,৯৮,০২) 🇧🇷
🇧🇷 ব্রাজিলের পেলে আর রোমোরিও এর
১০০০+গোল করার কৃতিত্ব আছে। 🇧🇷
🇦🇷 আর্জেন্টিনার ম্যারাডোনা আর মেসির
গোল যোগ করলেও ১০০০হয় না। 🇦🇷
🇧🇷 ব্রাজিলের রোলানদোর বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ গোল করার রেকর্ড আছে। 🇧🇷
🇦🇷 আর্জেন্টিনার মেসি ও ম্যারাডোনার
গোল যোগ করলে ৯টা হয়। 🇦🇷
রিপোর্ট প্রকাশঃ ১৮/০৬/২০২১ ইং