।।কবিরাজ।।বৈদ্যরাজ।।কবিরাজি টুকিটাকি
১। শরীর বন্দনা-১
হাটে ঘাটে কাপড় পিন্দিল লাসে,ভূত কাছ কাসিয়া রামপাশে বান্দিয়া,ষোলশ ডাকিনি আনিল রামপাশে বান্দিয়া
ডাইনে মা কালিকা চন্ডী,বামে ভূত
মধ্যে আমি (নিজের নাম) কালিকা চন্ডীর পুত।
যদি আমার এই মহামন্ত্র লড়ে,ঈশ্বর মহাদেবের জটা ছিড়ে ভূমিতে পরে।
কার আগ্গে, কামরুখ কামেখখা মায়ের আগ্গে
কার আগ্গে, হাড়ীর জী চন্ডীর আগ্গে।
রামের আগ্গে গুরুর পা
রক্ষা কর মা কামরুখ খামেখখা।
২। সম্পদ বন্দনা -২(ক্ষেতের ইঁদুর তাড়ানো বা চোর তাড়ানো)(
তন চোখে মন জাগে
আমার আমানত যে মারে
দোহাই আল্লা লাগে,হিনাং নামা,হিনাং নামা
হৃাং, হৃং,শিরিং শিরিং
দোহাই হযরত আলীর,দোহাই মা ফাতেমার,দোহাই গুণমনির,
দোহাই উস্তাদ নবোগারর।
৩। নজর বন্দনা- তেলপড়া (শরীর বন্দনা কোন সমাবেশ বা মিটিং এ গেলে)
ভেল ভেলকি ভেলামূখী,মাকড়ের আশে বানলাম ভেলকি,আমারে ছাড়িয়া ভেলকি,সবার মাঝারে লাগ।
লাগ লাগ লাগ উপস্থিত যারা সবার চোখে লাগ
যদি আমার এই মহামন্ত্র লড়ে,ঈশ্বর মহাদেবের জটা ছিড়ে ভূমিতে পরে
কার আগ্গে, কামরুক কামেখখা মায়ের আগ্গে
কার আগ্গে হাড়ীর জী চন্ডীর আগ্গে
রামের আগ্গে গুরুর পা
সিদ্ধি কর মা কামরুক কামেখখা।
৪। উতার(কারো পেটে ব্যাথা হলে,বেদ মারলে)
ছো বিসমিল্লা ছো
রক্তের কাটাকাটি পানির ও ছিটা
কেনরে মনরাম মনে কর চিন্তা
উদ বেদ জানিয়া পালাইলাম
যা উল্টা মন্ত্রে তারে খা
কালিকা চন্ডীর বর
আমার এই মন্ত্রে(অমুকের) প্রাণ রক্ষা কর।
যদি আমার এই মহা মন্ত্র লড়ে
ঈশ্বর মজাদেবের জটা ছিড়ে ভূমিতে পরে।
(৭বার বলতে হবে)
৫। গলা বন্দনা(কণ্ঠ বন্দনা-গলা ভাঙ্গা রোধে)
পানি পড়ে পানিশ্চন্দ্র,যত পড়ে,তত পড়ে
অষ্টবার সিদ্ধ করে,
পানি পড়ি পানিশ্চন্দ্র,পানিশগন্ড,বেহুশ গন্ড,যত পড়ে তত পড়ে,অষ্টবার সিদ্ধ করে
যদি মন্ত্র লড়ে, ঈশ্বর মহাদেবের জটা ছিড়ে ভূমিতে পড়ে।
(পানির সাথে ৫ টি তুলসী পাতা,৫ টি দুর্বা ঘাসের ডগা যাতে ৫টি করে ডাল থাকে, পানিতে মিশিয়ে মন্ত্র পড়তে হবে)
তারপর উদ্দিষ্ট ব্যক্তিকে খাওয়াতে হবে।
৬। ভূত বন্দনা(তৈল পড়া)
নয়নে নয়নে ভান,কাম লাগে ভান
পৃথিবীর চার কোণায় নালয় টান
আমার দিলে,তোমার দিলে
বন্দীরমা সিদ্ধেশরী ঘরে
যদি মন্ত্র লড়ে ঈশ্বর মহাদেবের জটা ছিড়ে ভূমিতে পড়ে।
বিঃদ্রঃ ইহা তৈল পড়া লাঠির মাঝে মাখাইয়া চারদিকে ঘোড়ান দিলেই ভূত আটকে যাবে।পরে সওয়াল জওয়াপ করা যাবে।
৭। কিছু বাঙালী ঔষুধ
ধাতুর,গ্যাস্ট্রিক ঔষধ
সোনাপাতা -২৫০ গ্রাম
আমলকি -১ কেজি
জংলী হরতকী-১ কেজি
জায়ফল ৪ টা
নিনামা
বিষকুঁড়ি ৮ টি পাতা
আঁদা
পায়খানা ক্লিয়ার
টুনি ভাঙানি ১ টি পাতা
তুলসী পাতা-১টি পাতা
বাঙালি ঔষধের পরামর্শক- কাঁচামন বিশ্বাস-০১৯৮১০৮৫৫৬৯