লিটন দাদার পাত্রী পর্যবেক্ষণে যা দেখলাম
তাং-২৪/১২/১৯
√√√ মেয়ের যে দিকগুলো পছন্দ হয়েছে
১।কর্ম দক্ষতা সম্পন্ন (রান্না -বান্নার কাজে যতটুক দেখেছি,যতটুকু শুনেছি)
২।সততা সম্পন্ন (রেজাল্ট ৩.৫০ সঠিক পাওয়া গেছে)
৩।হাসিমুখ+ফ্রিনেস(মিশুক)
৪।পড়ালেখা+রেজাল্ট(৩.৫০-এ মাইনাস,ইংরেজীতে ১ম শ্রেণী,বিজ্ঞানে প্রথম শ্রেণী,ভূগোলে ১ম শ্রেণী,এইচ এসসিতে শুধুমাত্র আইসিটিতে এমসিকিউতে অসমাপ্ত,এবার পরীক্ষা দেবে।ইংরেজীতে পাশ হওয়ায়,পাশের সম্ভাবনাও বেশি।)
৫।ধর্মপরায়ণ+একাদশী
৬।ধর্মীয় গানে পারদর্শি
৭।ফেইস ক্লিন(শাল নেই)
৮।দাঁতের মিল চমৎকার
৯।সু-সাস্থ্য (নীরোগ হওয়ার সম্ভাবনা)
১০।আন্তরিকতা+মায়ামমতাপূর্ণ
১১।বিচক্ষণতা(তাৎক্ষণিক চিন্তন ক্ষমতা-ফেলে আসা চার্জার ফেরত )
১২।ভাগ্যবতী হওয়ার সম্ভাবনা
১৩।মেয়ের বয়স ১৯-২০ যা উপযুক্ত বয়স।
১৪।গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ
১৫।দায়িত্ববোধ(আমাদেরকে ফোনে খোঁজ নেয়া,রাতে ডেকে খাওয়ানো)
১৬।কোন প্রকার সাজগোজ নেই।আটা- ময়দা প্রিয় নয়।সম্পূর্ণ প্রাকৃতিক।
১৭।নিরহংকারি।(ছোট, বড় সবাইকে মূল্যায়নরকরা)
১৮।কথা বলার বাচন-ভঙ্গি সন্তোষজনক।
১৯।গায়ের রং উজ্বল -শ্যামলা।বিনতার মতো।
২০।হাত-পা নিখুঁত।চলা ফেরা শালিন।ত্রুটি হীন।
২১।চেহারা আকর্ষণীয়।চাহনী সন্তোষজনক।চোখের দৃষ্টি সামঞ্জস্য পূর্ণ।
২২।চুল অত্যাধিক না হলেও সামঞ্জস্য পূর্ণ। বিনতা,কনিকার মতো।
২৩।দেহের গড়ন-সুঠাম দেহী।মোটাও নয়,চিকনও নয়।সামঞ্জস্য পূর্ণ।
২৪।পূর্ণ সাংসারিক,আড্ডাবাজ হওয়ার সম্ভাবনা নেই।
২৫।পার্সোনাল ফেইসবুক,মোবাইল ব্যবহারে অভ্যস্থ নয়।সেই হেতু পার্সোনাল রিলেশন থাকার সম্ভাবনা প্রায় শূন্য।
পরিবারের যে দিকগুলো পছন্দ হয়েছে
২৬।তালই,মাওই মন খোলা মানুষ
২৭।কনের বড় বোন ও ছোট ভাই আন্তরিক
২৮।তালই, মাওইয়ের মাঝে কপটতা নেই।সরলতাসম্পন্ন
২৯।জমির পরিমান উলেখযোগ্য(প্রায় ২৫ কিয়ার)
৩০।গরু ১০টি(২টি দুদেল,৩টি বাচ্ছা দেওয়ার পথে),ভেড়া(মেরী) ১০ টি,চিনা হাঁস(৭টি)
৩১।রাস্তার পাশে বাড়ি,সারা বছর যেগাযোগ যোগ্য
৩২।ধান প্রায় ৫০০ মন মাড়ানো হয়।এখনো প্রায় ২৫০ মণ ঘরে আছে।
৩৩।আত্মীয় স্বজন ডেভলপ।
৩৪। বাড়ি অনেক বড়ো।বিল্ডিং করার জন্য পর্যাপ্ত।
৩৫।বাড়িতে নিজস্ব টিউবয়েল রয়েছে।
√√√ নেগেটিভ যা দেখলাম
১।মেয়েটা একটু খাটো
অনুলিখনঃ তবে মেয়ে তত খাটো নয় দেখলে কেউ খাটো বলবেনা হয়তো চাহিদার চেয়ে একটু কম বলা যেতে পারে।তাছাড়া মেয়ের মা বাবা লম্বা।সেই হেতু ৪/৫ বছর পর মেয়েটি আরও একটু লম্বা হতেও পারে।
২।বাড়ি যতেষ্ট সুন্দর নয়
অনুলিখনঃ বাড়ি যথেষ্ট সুন্দর নয় তবে যথেষ্ট বড়ো।চাইলেই বিরাট বড় বাড়ি করা সম্ভব।হয়তোবা কর্মের ফাকে করতে একটু লেট হয়ে গেছে।এই দিকটা কনসিডার করা যেতে পারে।
√√√ পর্যবেক্ষকদের সমর্থন সার সংক্ষেপঃ
১।জীবন কৃষ্ণ সরকার-১০০%
২।বিনতা কৃষ্ণ সরকার-১০০%
৩।খোকন বিশ্বাস-১০০%
৪।কনিকা সরকার-১০০%
৫।শম্পা মন্ডল-১০০%
৬।অলক বিশ্বাস-১০০%
৭।রাখাল বিশ্বাস-১০০%
৮।রেনু বিশ্বাস-৯০%
√√√ পর্যবেক্ষকদের মোট সমর্থন-৯৮.৭৫-৯৯%
পর্যবেক্ষণের ফলাফলঃ মোট ৩৭ টি পর্যবেক্ষণে ৩৫ টি পজেটিভ,২টি নেগেটিভ সহ মোট
প্রাপ্ত মার্কস=(৩৫×১০০)÷৩৭= ৯৪.৫৯% পজেটিভ
√√√ নেগেটিভ দুটির অনুলিখন বিবেচনায় পছন্দ হতে পারে – ৯৬-৯৮% পজেটিভ
√√√ চূড়ান্ত গড় ফলাফল-(পর্যবেক্ষকদের মোট সমর্থন+ পর্যবেক্ষণের মোট ফলাফল)=(৯৯+৯৮)÷২=৯৮.৫%-৯৯% পজেটিভ।
চূড়ান্ত সিদ্ধান্ত- বিয়ে নেয়া উত্তম সিদ্ধান্ত হতে পারে।