বিনতা কৃষ্ণ সরকার
বিনতা কৃষ্ণ সরকার একজন লেখক,সংগঠক।হাওর বিষয়ক সাহিত্য, সামাজিক সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ’র কেন্দ্রীয় সমন্বয়ক তিনি।এছাড়াও হাওরভিত্তিক পাঠাগার কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারের প্রতিষ্ঠাতা লাইব্রেরীয়ান তিনি।এছাড়াও ধামাইল ও কীর্তণ শিল্পী হিসেবে তার অনেক খ্যাতি রয়েছে।তার অনেক ধামাইল গান ইতোমধ্যেই ইউটিউবে ভাইরাল হয়েছে। ১৯৯২ সালের ২৩ জানুয়ারী সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার লক্ষীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা রেণু চন্দ্র বিশ্বাস ও মাতা সুভাষিনী বিশ্বাসের ৫ সন্তানের মাঝে বিনতা কৃষ্ণ সরকার ৫ম।সবার ছোট মেয়ে হিসেবে পরিবারের আদুরে মেয়ে সে।তার স্বামী হাওরকবি জীবন কৃষ্ণ সরকার একজন মেধাবী কবি ও শিক্ষক।হাওর বিষয়ক মুক্তকোষ হাওরপিডিয়া,কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার ও হাসুস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা তিনি।এছাড়ারাও বিভিন্ন জাতীয় দৈনিকে কবিতা, প্রবন্ধ লিখেন তিনি।বিনতা কৃষ্ণ সরকারের পিতৃদত্ত নাম বিনতা বিশ্বাস।বিয়ের পর স্বামীর নামানুসারে তার নাম বিনতা কৃষ্ণ সরকার।জানা যায় মানুষের কল্যাণে কাজ করতে পারলেই নিজেকে সুখী মনে করেন তিনি।
মোবাঃ ০১৭৩৭৪৮১৫৪৩