হাওর পারের কবি
——কংকন সরকার
হাওর পারের কবি আপনি
হাওর পারের মাঝি
আপনার পথে চলতে সদায়
আমিও মাঝি সাঁজি।
হাওরের সুখ হাওরের দুঃখ
হাওরের মনের কথা,
সবি যেন ঠাই পেয়েছে
আপনার বইয়ের পাতা।
হাওর নিয়ে আপন বুকে
চলেন আপন মনে,
সামনে পিছে কতো কিছু
বলে কত জনে।
যাননি থেমে আপন মনে
চলেন নিজের পথে,
আজকে দেখো কত জনে
আছে কবির সাথে।
হাওর পারের ছেলে কবি
জীবন কৃষ্ণ সরকার,
আপনার মতো হাওরকবি
ঘরে ঘরে দরকার।