হাসুস’র ইফতার পার্টি ২০২১।।

0
167

হাওর ভিত্তিক সাহিত্য ও সেবামূলক সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ এর ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার বংশীকুন্ডায় অনুষ্ঠিত হয়েছে।মাহফিল পরিচালনা করেন হাফিজ জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা প্রিয়জন পরিষদের নির্বাহি সভাপতি কবি বিপ্লব সাহা,হাসুস প্রধান হাওরকবি জীবন কৃষ্ণ সরকার,গড়াকাটা আব্দুল খালেক মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল,তরুণ কবি জেনারুল ইসলাম,হাসুস বাংলাদেশ অনলাইন গ্রুপের সহযোগী এডমিন সানোয়ার হোসেন খোকা।হাওরসাহিত্য পাঠাগার ভারপ্রাপ্ত সভাপতি,মামুন হোসেন,মোঃ বিল্লাল হোসেন,শাহিন কাদির,মনির হোসেন,শামীম আহমেদ জয়,সুমন মিয়া,হানিফ মিয়া,মোবাশ্বির আলম,রিফাত হাসান,আশিকনূর, প্রমূখ।মাহফিলে সকলের জন্য দোয়া করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে